ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রিটিশ রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২২:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২২:০২

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শুক্র, শনি ও রবিবার- এই তিন দিন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তার হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

বিবিসি জানিয়েছে, রানির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: