ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পলাতক রয়েছে সাংবাদিক মিজানের ওপর হামলাকারী সন্ত্রাসীরা

বিদেশবার্তা, ভোলা প্রতিনিধি | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩১

বিদেশবার্তা, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩১

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মাঝিবাড়ির দরজায় সাংবাদিক মিজানের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। স্থানীয় রোহান সর্দারের নেতৃত্বে তার উপর হামলা করে তাকে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাংবাদিক মিজান দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এ বিষয়ে সাংবাদিক মিজান বিদেশবার্তাকে বলেন, ‘আমি বাজার করার জন্য গত সোমবার (২৯ আগস্ট) বিকালে বোরহানগঞ্জ বাজারের উদ্দেশ্য রওয়ানা হলে মাঝি বাড়ির দরজায় আসলে, পক্ষিয়া ইউপির চেয়ারম্যানের নেতৃত্বে তার ছেলে রোহান সরদার, হাজি মোঃ মহসিনসহ ৭ -৮ জন দেশিয় অস্ত্রসহ আমার উপর আতর্কিত হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাংচুর করে আমাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।’

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, ‘সাংবাদিক মিজান নামের একজন পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রক্তাক্ত জখম করেছে। তার হাতে ও পায়ে ফুলা জখম রয়েছে।’

এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে ফোনে পাওয়া যায় নি।

পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বলেন, ‘মিজানের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলা যারাই করুক, তাদের উপযুক্ত শাস্তি হবে।’

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, উক্ত ঘটনার আসামিরা পলাতক রয়েছে। তথ্য পেলেই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: