ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফেসবুক-ইউটিউব থেকে উস্কানিমূলক ভিডিও সরানোর নির্দেশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২১:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২১:৩৯

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন উস্কানিমূলক ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

পাশাপাশি উস্কানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হবে না, তা জানতে রুলও দেয় হাইকোর্ট।

রিটকারীর আইনজীবী জানান, এ ধরনের ভিডিওর কারণে নানা ধরনের গুজব তৈরি হচ্ছে। তাতে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এ বিষয়ে ফেসবুক ও ইউটিউব নিজেরাই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এসব ভিডিও সড়াতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ব্যবস্থা না নেয়ার এ বিষয়ে রিট আবেদন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: