ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শরণখোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৩:৪০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৩:৪০

ছবি : সংগৃহীত

বাগেরহাট থেকে : বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতদের বাবা রহিম তালুকদার জানান, দুইু মেয়েকে মায়ের কাছে রেখে তিনি জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে তল্লাশি করে দুই মেয়েকে খুঁজে পান। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। সাঁতার না জানার কারণে পাশের বাড়ির পুকুরে গোসল করেত গিয়ে তারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, শিশু দুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে লাশ দুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরবর্তিতে এটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দুই বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: