ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রেললাইন কেটে নিয়ে পালানোর সময় গ্রেফতার দুই

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২১:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২১:২৪

ছবি : সংগৃহীত

বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক ফুট লম্বা রেললাইন কেটে পালানোর সময় দুজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর টহল সদস্যরা।

সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টায় সান্তাহার জংশন সংলগ্ন ফিশিং ক্লাবের সামনে থেকে ৩৫ কেজি ওজনের রেললাইনের টুকরাসহ তাদের গ্রেফতার করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, অভিযুক্তরা সান্তাহারসহ বিভিন্ন এলাকা থেকে রেললাইনের অংশ কেটে চুরি করে নিয়ে যায়। পরে তারা এসব অংশ বিভিন্ন এলাকায় বিক্রি করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: