ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মতলবে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ২২:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ২২:৩২

ছবি : সংগৃহীত

মতলব দক্ষিণ (চাঁদপুর) থেকে : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডে ভূঁইয়া হোয়াইট হাউজ এর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।

মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, সকালে নতুন একটি নির্মাণাধীন ট্যাংকের সাটারিং খোলার জন্য ওই দুই শ্রমিক ভিতরে নামলে বিষাক্ত গ্যাসে তারা মারা যান। ফায়ার সার্ভিসকর্মীরা ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জমির মালিক কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির মততাজের স্বামী মো. আবুল বাসার বলেন, সকালে নির্মাণ শ্রমিকদের সাথে আমার মুঠো ফোনে কথা হয়। তারা সকাল ৮টায় সাটারিং খোলতে সেপটিক ট্যাংকের ভিতরে ঢুকে। আমি ঘটনাস্থলে সকাল ৯টায় এসে দেখি তারা ট্যাংকের ভিতরে অবচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমি ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকর্মীকে খবর দেই।



আপনার মূল্যবান মতামত দিন: