ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিটিভির সাংবাদিককে খুন করে ফ্ল‍্যাট দখলের উদ্দেশ্যে হামলা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০৮:৫৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০৮:৫৩

ছবি : সংগৃহীত

বিদেশ বার্তা ডেস্ক : ঢাকা মহানগরের সূত্রাপুর থানার শিংটোলার ৩/১৩/বি, বাড়ীর (৭ তলা) ২য় ও ৩য় তলার দুটি ফ্ল্যাট বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার নার্গিস জুঁই এর বাবার টাকায় ক্রয় করা হয়েছিল। দীর্ঘদিন যাবত এই ফ্ল্যাট নিয়ে তার ভাসুরদের সাথে নার্গিস জুঁই এবং তার স্বামী সৈয়দ শাহনেওয়াজ এর বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নার্গিস জুঁইকে বেধড়ক মারপিট করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নার্গিস জুঁইকে যারা মারপিট করেছেন তারা হলেন- সৈয়দ মনজুর হোসেন, সৈয়দ দেলোয়ার হোসেন, সৈয়দ আরমান হোসেন, সৈয়দা সাহানারা বেগম, সৈয়দ অনার হোসেন।

বাংলাদেশ ভিশন (বিটিভি) এর রিপোর্টার নার্গিস জুঁই বিদেশ বার্তা ডটকমকে বলেন, ‘আজকে সকালে আমার স্বামী বলেন যে, তার ভাই মঞ্জুরকে ফ্ল্যাট লিখে দিতে। আমি বললাম, আমার বাবার কেনা ফ্ল্যাট কেন লিখে দিবো? তখনই কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে এলোপাতাড়ি কোপায় ও মারপিট করে।’

তিনি বলেন, আমার ভাসুর বলে, সাংবাদিক খুন করলে কিছুই হবে না। টাকা দিয়ে সব শেষ করে ফেলবো। কতো সাংবাদিক খুন হলো, কিছুই হয়না। ফ্ল্যাট লিখে দেয়ার জন্য কয়েকদিন পর পর ওরা আমার উপর হামলা করে। আমার চিৎকার শত শত মানুষ দূরে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু আমার ভাসুররা সন্ত্রাসী হওয়ার কারণে ভয়ে কেউ এগিয়ে আসেনি।

‘বাসার ভাড়াটিয়াদের বলেছেন যে, এক মাসের ভাড়া দিতে হবে না, কেউ মুখ খুলবেন না। দোকানদারদের বলেছে মুখ খুললে দোকান বন্ধ করে দিবে। জানান নার্গিস জুঁই।’

তিনি জানান, তারা আমাকে মেরে বাহির থেকে তালা দিয়ে চলে যায়। এরপর আমি ৯৯৯ এ কল দিলে সূত্রাপুর থানা পুলিশ তালা খুলে আমাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা করে আমাকে হয়রানিসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি একজন নারী বলে তারা যখন তখন আমার উপর হামলা করে। অকথ‍্য, জঘন‍্য, নোংরা ভাষায় গালিগালাজ করে, সাথে পুরো সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন ও অসম্মান জনক ভাষায় গালি গালাজ করে। আমার আত্মীয় স্বজন যারাই আমার সাথে সম্পর্ক রাখে তাদের বিরুদ্ধে মিথ‍্যা বানোয়াট মামলা দেয়। তাদের বাসায় গিয়ে ভয়-ভীতি দেখানো হয়, আমার সাথে যেন কোন সম্পর্ক না রাখে, রাখলে অন‍্যদের মতো তাদের নামেও মিথ্যা মামলা করবে। এমতাবস্থায় আমি একজন অসহায় নারী হয়ে প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃংখলা বাহিনী সাংবাদিক সমাজ ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।



আপনার মূল্যবান মতামত দিন: