ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রশিদ ছাড়া তেল কেনাবেচা বন্ধ

আল আমিন | প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ০৪:৪৪

আল আমিন
প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ০৪:৪৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: বিপণন ব্যবস্থায় কোনোভাবেই যাতে অনিয়ম এবং সাধারণ ভোক্তারা যাতে প্রতারনার শিকার না হয় সেজন্য আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান এ তথ্য এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: