ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মোবাইল টাওয়ারে উঠে আটকা পড়ল কিশোর, ৪ ঘণ্টা পর উদ্ধার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০১:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০১:৫৫

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা বড় রেলস্টেশন এলাকায় এক কিশোর মোবাইলফোনের টাওয়ারে উঠে আটকে পড়ে। এর চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

বুধবার (১০ আগস্ট) এ ঘটনায় পৌরশহরের ওই এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে স্টেশন-সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ (১৪) একটি মোবাইলফোন টাওয়ারের ওপর উঠে বসে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘসময় চেষ্টা করেও ওই কিশোর নিচে নেমে না আসায় শেষপর্যন্ত দুপুরের দিকে ফায়ার সার্ভিসকর্মীরা ওপরে উঠে রশিতে বেঁধে শিশুটিকে নিচে নামান।

এদিকে, ওই কিশোরের টাওয়ারে উঠে পড়ার খবর ছড়িয়ে পড়লে অসংখ্য উৎসুক জনতা স্টেশন এলাকায় ভিড় জমায়।

উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই বড়স্টেশন এলাকার মাদ্রাসাতুল আরকান মাদ্রাসায় হাফেজিয়া বিভাগে পড়ে মোহাম্মদ। তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘মোহাম্মদ বুধবার সকাল ৮টার দিকে বড়স্টেশন এলাকায় গ্রামীণফোনের ওই উঁচু টাওয়ারে ওঠে। পরে নামতে না পেরে সেখানে আটকা পড়ে। এ ঘটনা দেখতে সেখানে মানুষের ভিড় জমে।

‘খবর পেয়ে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম, মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অনেকে। ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা মোহাম্মদকে রশির সাহায্যে টাওয়ার থেকে নামিয়ে আনেন।’

সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা টাওয়ারে আটকে পড়া কিশোরকে নিরাপদে নামিয়ে এনেছি। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: