
সীতাকুণ্ড সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে বসে গিটার বাজানোর সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত ৯টায় দিকে উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায় নিহত যুবক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজাচ্ছিলেন।
এমন ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা মারাত্মক জখম হয়।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বাড়ি,উপজেলার ওভারব্রিজের পূর্ব পার্শ্বে কালুশাহ সিপাহির বাড়ির মৃত শাহ আলমের ছেলে ওমর ফারুক (২৮) বলে জানা যায়।
উক্ত বিষয়টি নিশ্চিত করেন, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ জহির।
আপনার মূল্যবান মতামত দিন: