ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নারী-পুরুষের বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্ট

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ০৩:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ০৩:০২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারে নারী-পুরুষের বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন।

এসময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচার কাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনবো।



আপনার মূল্যবান মতামত দিন: