ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৪ আগস্ট দেশে আসবেন তোফায়েল আহমেদ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ০৭:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ০৭:১৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত এক মাস যাবত তিনি সেখানে অবস্থান করছেন। আগামী ৪ আগস্টে তার দেশে ফেরার কথা রয়েছে।

গত বছরের ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। পরে চলতি বছরের জুন মাসে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বরেণ্য এ রাজনীতিবিদ।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় তিনি জানান, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠছেন। আগামী ৪ আগস্ট দেশে আসবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: