ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিয়েবাড়িতে নাচানাচিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ২২:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ মার্চ ২০২২ ২২:৫৫

ছবি সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে কনে বিদায়কালে নাচানাচিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। ওই তরুণের নাম রাহুল ভাস্কর (১৯)। সে গাইবান্ধা জেলার কাচারীবাজার এলাকার প্রদীপ ভাস্করের ছেলে।

সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন মেথরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে গাইবান্ধা থেকে বর পক্ষের শতাধিক লোকজন আসে বিয়েবাড়িতে। সারা রাত নানা আনুষ্ঠানিকতার পর সকালে কনের বিদায়কালে নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের এক প্রতিবেশীর সঙ্গে বরপক্ষের রাহুলের সংঘর্ষ বাধে। এ সময় ছুরিকাঘাতে রাহুলের মৃত্যু হয়।

লালমনিরহাট থেকে আসা বর পক্ষের বিজয় (৫০) ও রাজিন (৩৫) জানান, রাতভর স্টেজে গান ও নাচ হয়েছে। আমরা কয়েকজন স্টেজের প্যান্ডেলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে দেখি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সম্ভবত নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম-পরিচয় বলা সম্ভব হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: