
ঠাকুরগাঁও থেকে : বালিয়াডাঙ্গীতে শাম্মী নামে ছয় মাসের সন্তানকে বিক্রি করতে যান এক বাবা। জানতে পেরে এলাকাবাসীর পরামর্শে মেয়েকে আবার বাড়ি ফেরত নিয়ে আসেন মতিউর রহমান।
মতিউর বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ী দক্ষিণ দুয়ারী গ্রামের বাসিন্দা।
জানা যায়, মতিউর রহমান একজন দিনমজুর। ২৫ বছর আগে বিয়ে করেন। ছেলের আশায় তাদের সংসারে একে একে জন্ম নেয় চার কন্যাসন্তান। এখন সন্তানসহ ছয়জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। বাধ্য হয়ে ছয় মাসের মেয়ে শাম্মীকে বিক্রি কিংবা দত্তক দেওয়ার জন্য নিয়ে যান মতিউর।
প্রতিবেশীরা বলেন, মতি খুবই গরিব। চার সন্তান নিয়ে কষ্টে দিন পার করছেন। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কোনো জমিজমা নেই চাষাবাদ করে খাওয়ার।
আপনার মূল্যবান মতামত দিন: