ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাংবাদিক সাইফুল ইসলাম মাসুমের পিতা আর নেই

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০০:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০০:১২

সাংবাদিক সাইফুল ইসলাম মাসুমের পিতা আবুল খায়ের

নিজস্ব প্রতিবেদক : দৈনিক নয়া শতাব্দীর সাব এডিটর সাংবাদিক সাইফুল ইসলাম মাসুমের পিতা আবুল খায়ের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মরহুম আবুল খায়ের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন মির্জাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কর্মজীবনে তিনি সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানীতে কর্মরত ছিলেন।

ছবি : সাংবাদিক সাইফুল ইসলাম মাসুম

ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবাসীসহ পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক আবুল খায়ের কর্মজীবন শুরু করেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানীতে। চাকরি জীবন থেকে অবসরের পর নিজ পৌত্রিক ভিটায় জীবনের শেষ দিনগুলো কাটান।

পারিবারিকভাবে ছেলে-মেয়ে ছাড়াও ৭জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক সাইফুল ইসলাম মাসুম তার পিতার মাগফিরাত কামনায় মরহুমের সাবেক সহকর্মী, আত্বীয় স্বজন ও সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

তার মৃত্যুতে বিদেশ বার্তা পরিবার শোকাহত।



আপনার মূল্যবান মতামত দিন: