ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নসিমনের ৫ যাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২০:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২০:২৯

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সংবাদদাতা : টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে নসিমন গাড়ির ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৯ জন। রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)। নিহত‌দের বাড়ি কা‌শিয়ানী উপ‌জেলার পারু‌লিয়া গ্রামে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয় এলাকায় নসিমনের সাথে ট্রেনের ধাক্কা এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৪ জন নির্মাণ শ্রমিক ও ঢালাইমেশিন বোঝাই নসিমন গাড়িটি কাগদী রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: