
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স না থাকায় সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ক্লিনিকের মালিক মেডিকেল এ্যাসিস্ট্রেন্ট হয়ে তার নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোটের মেডিকেল টিমের ডাক্তার গোপাল দেব বিদেশ বার্তাকে নিশ্চিত করেছেন।
রবিবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ এস এম মোস্তাফিজুর রহমান (সহকারী কমিশনার ভূমি) ও ভাঙ্গা হাসপাতালের কনসালাটেন্ট ডাঃ গোপাল দেব ও মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ রশিদ (লিমন)।
এরপর ভ্রাম্যমাণ আদালত ভাঙ্গা বাজারের তিনটি ফার্মেসীর দোকানে এ্যালোপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধ একই স্থানে রাখার অপরাধে ১,০০০ টাকা করে জরিমানা করেন।
এরা হচ্ছে- পপুলার ফার্মেসি, জিহাদ ফার্মেসি ও অধিকারী ফার্মেসি।
এ বিষয়ে ভাংগা উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এ এস এম মোস্তাফিজুর রহমান বিদেশ বার্তাকে বলেন, ডায়াগনস্টিকে বৈধ লাইসেন্স না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং একই মালিকের ক্লিনিক সেন্টারের লাইসেন্স এর জন্য অনলাইনে আবেদন করেছেন বলে আমাদের জানায় তখন তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। তবে ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে এ বিষয়ে ডাঃ গোপাল দেব বিদেশ বার্তাকে বলেন, ক্লিনিকের মালিক মাহবুব একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনি নামের পূর্বে ডাঃ পদবী ব্যবহার করে আল্ট্রাসনোগ্রাম করার অপরাধে নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা ও সকল কাজ বন্ধ থাকবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: