
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে।
রবিবার (১৭ জুলাই) সংলাপের প্রথম দিনে রাজধানীর নির্বাচন ভবনে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বসছে ইসি।
সংলাপের সময়সূচি অনুযায়ী, সকাল ১০ : ৩০ মিনিটে শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) এবং পরে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বসছে ইসি।
নির্বাচন কমিশন জানায়, প্রতিদিন ৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। ৩টি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) জন্য বরাদ্দ ২ ঘণ্টা এবং বাকি দলগুলোর জন্য বরাদ্দ ১ ঘন্টা। আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে এবং ৩১ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
তবে বিএনপি এবং তাদের জোটভুক্ত তিনটি দলের সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম। এছাড়া কিছু বামপন্থী এবং ধর্মভিত্তিক দলও সংলাপে না বসার সম্ভাবনা রয়েছে।
গত জুন মাসে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কিন্তু এতে ১১টি রাজনৈতিক দল অংশ নেয়নি।
দলগুলো হলো- বিএনপি, সিপিবি, বাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
আপনার মূল্যবান মতামত দিন: