ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি’র ঈদ পূর্ণমিলনীর মঞ্চ গুড়িয়ে দিল পুলিশ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০১:০৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ০১:০৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিল ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ গুড়িয়ে দিয়েছে পুলিশ।

বিএনপি নেতারা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগমারা উপজেলা, তাহেরপুর পৌরসভা ও ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কামাল হোসেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ৫ জুলাই বাগমারা থানায় একটি আবেদন করেন। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ অনুষ্ঠান করার জন্য অনুমতি প্রদান করেন। অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ করেন অধ্যাপক কামাল হোসেন। হঠাৎ করে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম অনুমতির দোহাই দিয়ে অনুষ্ঠানটি বন্ধ রাখার জন্য আয়োজক অধ্যাপক কামাল হোসেনকে লিখিত ভাবে জানিয়ে দেন।

আয়োজক অধ্যাপক কালাম হোসেন, বৃহস্পতিবার অনুষ্ঠানটি বন্ধ করে দেন। অনুষ্ঠান বন্ধের বিষয়টি তিনি দলীয় নেতা-কর্মীদের জানিয়ে দেন। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় বাগমারা থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি রবিউল ইসলাম। তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দিয়ে অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই অনুষ্ঠান করার চেষ্টা করছিল। তাই তিনি অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: