ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কিশোরগঞ্জে দুর্বত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক আহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ১৯:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ১৯:০৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও কাচারী মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহে নেওয়া হয়।

সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরির পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থলে গেছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: