ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চলতি মাসেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ

আল আমিন | প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৬:১৬

আল আমিন
প্রকাশিত: ৬ মার্চ ২০২২ ০৬:১৬

খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধাণমন্ত্রী খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হচ্ছে মার্চ মাসের ২৪ তারিখ। তাই নতুন করে মুক্তির জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার।

আবেদনের বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, ‘আবেদন তো করতেই হবে। তবে, কবে আবেদন করার হবে এখনও ঠিক হয়নি। ভাই শামীম ইস্কাদার বিষয়টি দেখছে বলেও জানান সেলিনা ইসলাম ।’

তিনি আরও বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে তো আবেদন করাই আছে। কিন্তু তারা তো অনুমতি দিচ্ছে না।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সেলিনা ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো না। তার পা ফুলে গেছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণের পর ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় এই মেয়াদ বাড়ানো হয়।

জানা গেছে, এবারের আবেদনে চিকিৎসকদের পরামর্শপত্রগুলো সরকারের কাছে পৌঁছানো হবে। বিশেষত, বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে নতুন করে এ প্রক্রিয়ায় যেতে পারে পরিবার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: