
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবীদ্বার উপজেলার চা দোকানে তর্কে জড়িয়ে চারজনকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকালে উপজেলার নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত নুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিদ একই গ্রামের জসিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকাল পাঁচটার দিকে নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে তর্কে জড়ায় প্রবাসী সাজিদ ও শান্ত। একপর্যায়ে তর্ক থেকে ঝগড়া তৈরি হয়। এ সময় সাজিদ তার কাছে থাকা ছুরি দিয়ে শান্তসহ আরও চারজনকে আহত করে।
তাদের আহত অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: