
নিজস্ব প্রতিবেদক: শনিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘প্রফেসনাল মুভমেন্ট অব বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের পতন অত্যাসন্ন। যথাযথভাবে কর্মসূচি দিলে ১৩ দিনের বেশি সময় লাগবে না এ সরকারের পতন ঘটাতে।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, খুব শিগগিরই এ সরকারের পতন হবে। সে সময় দ্বারপ্রান্তে।
এ সময় সভায় আরও ক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।
বক্তৃতায় রেজা কিবরিয়া বলেন, এ সরকারের লোকেরা বিগত বছরগুলোতে ভয়াবহ দুর্নীতি করেছে। এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত-তাদের কেউ রক্ষা পাবে না। সবাইকেই বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অনেকে মালদ্বীপসহ বিভিন্ন দেশে পালিয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু শেষ রক্ষা হবে না। ইউরোপ-আমেরিকার সব দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। কোথাও তারা পালাতে পারবে না। পৃথিবীর কোনো সভ্য দেশে তাদের জায়গা হবে না।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: