ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাগরে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২০:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২০:৫১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট থেকে এক শিশুর এবং কুতুবদিয়া পাড়া পয়েন্ট থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় কাউন্সিলর আকতার কামাল আজাদ জানান, সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে মধ্যম কুতুবদিয়া পাড়ার মুফিজের ছেলে মোহাম্মদ কালু (৬) ও একই এলাকার ইলিয়াসের ছেলে মোহাম্মদ রিয়াদ (৭) গোসল করতে নেমে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর রিয়াদের মরদেহ পাওয়া গেলেও দীর্ঘ ৮ ঘণ্টার ব্যবধানে ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টে ভেসে ওঠে মোহাম্মদ কালুর মরদেহ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: