ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নড়াইল সদর থানার ওসিকে প্রত্যাহার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ২২:৩৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ২২:৩৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ জুলাই) দিবাগত রাতে তাকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়। রাত ১০টার পরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি পত্রে এই নির্দেশনা আসে।

বর্তমানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহামুদুর রহমান।

সদর থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মাহমুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে কয়েক’শ পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ শ্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানো হয়। শিক্ষককে জুতার মালা পরানোর সময় থেকে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত পুলিশি পাহারা দিচ্ছিলেন ওসি শওকত কবির।



আপনার মূল্যবান মতামত দিন: