ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যাত্রাবাড়ীতে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জুলাই ২০২২ ২২:২৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ২২:২৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন নিমতলায় একটি টিনশেড কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ আগুনে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায়। বাহিনীর পাঁচটি ইউনিট শুক্রবার (১ জুলাই) ভোররাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার জানান, আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের কার্টন কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় ৩টা ৩২টা মিনিটে। আগুন নির্বাপণ করা হয় শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে।

আগুন নেভানোয় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: