ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জুলাই ২০২২ ২০:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ২০:০৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমশ লম্বা হয়েছে। ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এরইমধ্যে অনেকেই টিকেট পেয়েছেন।

কাউন্টার কর্তৃপক্ষ জানায়, আজ (১ জুলাই) দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের নিশ্চিত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: