ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় ৩ বন্ধুর মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৭:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ মার্চ ২০২২ ১৭:৩৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগর বেড়িবাঁধে একটি পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে রূপনগর বেড়িবাঁধে সাদি পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)।

নিহতদের বন্ধু মো. হাসান জানান, মিলন ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতেন। হারুন ও শামিম একটি মোটর গ্যারেজে কাজ করতেন। বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে রূপনগর বেড়িবাঁধে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের। মিলন ও শামিমকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান মিলন। চিকিৎসাধীন অবস্থায় তার কিছুক্ষণ পর মারা যান শামিম।

ঢামেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিলন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। শামিম চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। নিহত ৩ জনের লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: