ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতুতে কমে এসেছে যানবাহনের চাপ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২০:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ জুন ২০২২ ২০:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৭ জুন) থেকে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে সকাল থেকেই পদ্মা সেতু মাওয়া প্রান্তে টোলপ্লাজায় অনেকটাই ফাঁকা দেখা যায়। মোটরসাইকেল ছাড়াও ছোট যানবাহন এবং বাসের সংখ্যাটাও ছিল খুবই কম। দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ পুলিশ সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম আরো জোরদার এবং কঠোর হয়েছে টোলপ্লাজা এলাকায়।

এছাড়াও সেতুর উপরে টহল আরো জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) যানবাহনগুলো টোলপ্লাজায় এসে টোল দিয়ে কোন প্রকার অপেক্ষা ছাড়াই পদ্মা সেতুর পার হচ্ছে। অপরদিকে কিছু সংখ্যক মোটরসাইকেল টোল প্লাজার অদূরে থাকলেও তারা পদ্মা সেতুতে উঠতে পারছে না বিধায় পিকআপ ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে হচ্ছে পদ্মা সেতু।

বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। অন্যান্য যানবাহন পদ্মা সেতুর দিয়ে পাড়ি দিতে পারছে। এদিকে শিমুলিয়া ঘাটে অল্প সংখ্যক লঞ্চ চলাচল করছে তবে বন্ধ রয়েছে ফেরী চলাচল। তবে ফেরী কতৃপক্ষ বলছে যানবাহন থাকলে ফেরী চলাচল করবে।



আপনার মূল্যবান মতামত দিন: