ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া: সিইসি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০০:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০০:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, অস্ট্রেলিয়া দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

রবিবার (২৬ জুন) নির্বাচন ভবনে দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুআরের সঙ্গে সাক্ষাত শেষে তিনি একথা জানান।

সিইসি বলেন, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।

তিনি আরো বলেন, উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে উনি থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি কোনো পরমর্শ দেননি। উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কিনা। মানে কেনো? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে উনার ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে। এক্ষেত্রে অনেক দেরি থাকলেও নানা আলোচনা ও প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: