
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরের পাটক্ষেত থেকে ৭ম শ্রেণি পড়ুয়া বাদল মোল্লা (১৪) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাদল মোল্লা বড়হিজরি গরিয়াপাড়ার হুমায়ুন মোল্লার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।
রবিবার (২৬ জুন) সকালে বালিয়াকান্দির হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে থেকে মরদেহটি উদ্ধার কর হয়।
নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, বড় হিজরি গ্রামের মাঠের মধ্যে পাটক্ষেতে বাদল মোল্লার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশসহ তাকে জানান। মরদেহের শরীরে আঘাতের চিহৃ দেখা গেছে। এছাড়া তার লিঙ্গও কর্তন করে নিয়েছে ওই দুর্বৃত্তরা।
তিনি আরো বলেন, ছেলেটি পড়াশোনার পাশাপাশি কাজ করতো। ওর বাবা বিদেশে থাকে। ছেলেটির সঙ্গ খারাপ ছিলো। যাদের সাথে চলাচল করতো তারা সবাই নেশাগ্রস্থ। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: