
নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে বাড়ী ফেরা হল না যুবকের। টিটু (৪০) নামের ওই যুবক গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা সদরের মোঃ লুৎফর শিকদারের ছেলে।
শনিবার (২৫ জুন) সন্ধার পরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাইইক্রোবাসে থাকা আরো চারজন আহত হয়। তাদের নাম জানাযায়নি। আহতদের বাড়ি একই এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশ আরো জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানিগামী একটি অনটেষ্টের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা টিটু (৪০) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন এবং সাথের আরো চার জন গুরুতর আহত হন। আহতদের আমরা ঘটনাস্থলে পৌছার আগেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে রিফার্ট করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদউদ্দিন বলেন, নিহত যুবকসহ এরা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে এসেছিল। এরা ঘোরাফেরা করে সন্ধায় বাড়ী ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। নিহত টিটুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: