ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতু অপমানের প্রতিশোধ: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ জুন ২০২২ ২২:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ২২:০৫

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু অপমানের প্রতিশোধ।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি। আপনি (শেখ হাসিনা) বলেছেন, আমরা পারি, প্রমাণ করেছেন পদ্মা সেতু তৈরি করে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা আপনাকে স্যালুট করি, পুরো জাতি আপনাকে স্যালুট করে। সারা বিশ্বে আজ আপনি প্রশংসিত। আপনি প্রমাণ করেছেন, আমরাও পারি। নিজের টাকায় পদ্মা সেতু করেছেন, কারও কাছে মাথানত করেননি।

ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার মতো এমন কমিটেড মানুষ যদি না থাকতেন এমন সংকট, এত প্রতিবন্ধতা অতিক্রম করতে পারতাম না। যারা পদ্মা সেতুর নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন তারা জানেন এখানে কাজ করা কঠিন ছিল। বঙ্গবন্ধুকন্যার ডাকে সাড়া দিয়ে পদ্মাপাড়ের অনেক মানুষ তাদের বাপ-দাদার বাড়ি ছেড়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সেতুমন্ত্রী বলেন, কেন পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না সেটাই ছিল সবার দাবি। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। কাগজের লেখা নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লেখা নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখা নাম মুছে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। যতদিন পদ্মা সেতু থাকবে সম্মানের সঙ্গে আপনার (শেখ হাসিনার) নামটি উচ্চারিত হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, আবার যদি ইচ্ছে করে, আবার আসিব ফিরে, দুঃখ-সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে।



আপনার মূল্যবান মতামত দিন: