
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিজ রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক মধ্যম তেলিগাতী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকায় ওই বৃদ্ধের রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকালে ওই বৃদ্ধের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বাড়িতে একা থাকায় রাতের কোন এক সময় কেউ হত্যা করে ফেলে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তার স্ত্রী ও ৭ জন সন্তান রয়েছে। তবে, ঘটনার রাতে সে একাই বাড়িতে ছিলেন। কারা কি কারনে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু খান বলেন, রাতে একাই বাড়িতে ছিলেন বৃদ্ধ মোকলেসুর রহমান খান। সকালে তার প্রতিবেশী এক নারী বৃদ্ধ মোকলেসুরের মরদেহ দেখতে পায় রান্নাঘরে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: