ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্বর্ণের দাম আবারো বাড়লো

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৩:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৩:৪৫

স্বর্ণের দোকানের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরির দাম বাড়ানো হয়েছে ২,২১৬ টাকা থেকে ৩,২৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩,২৬৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮,২৬৫ হাজার টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১ মার্চ বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি। পরে কমিটির সভাপতি এম এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৩,০৯১ টাকা বাড়িয়ে ৭৪,৭৬৬ টাকা করা হয়েছে। প্রতি ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২,৩৩৩ টাকা বাড়িয়ে ৬৪,১৫২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৩,৪২১ টাকা।

এর আগে গত ৯ ফেব্রুয়ারির ঘোষণায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮৬৭ টাকা বাড়িয়ে ৭৫,০০০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১,৬৯১ টাকা বাড়িয়ে ৭১,৬৭৫ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮১৪ টাকা বাড়িয়ে ৬১,৮১৯ টাকা করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫১,২০৫ টাকা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: