ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৭:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৭:২৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রিফাত (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান রিফাত। এ সময় জমিতে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে গরুসহ বিদ্যুৎস্পৃষ্ট হয় রিফাত। বিষয়টি টের পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রহিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: