ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলারের দর আরো বেড়ে এখন ৯২.৮০ টাকা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৮:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৮:৫২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের টাকার বিপরীতে আরো বাড়লো মার্কিন ডলারের দাম। তাতে টাকার মান আরো ৩০ পয়সা কমেছে।

মঙ্গলবার (১৪ জুন) প্রতি ডলারে আরো ৩০ পয়সা বাড়িয়ে আন্ত:ব্যাংক দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৮০ পয়সা।

মঙ্গলবারে এ দামে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে ডলার বিক্রির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৪৪ বিলিন ডলারে নেমেছে।

জানা গেছে, চলতি অর্থ বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে মোট ৭০০ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক।

প্রচুর ডলার বিক্রির কারণে গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠা রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে।



আপনার মূল্যবান মতামত দিন: