ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুসিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৮:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ১৮:৩৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটারের আস্থা ফেরাতে বদ্ধপরিকর ইসি। গতবারের মতো এবারও কুমিল্লা সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো এই সিটির প্রতিটি কেন্দ্রে এসেছে সিসি ক্যামেরার আওতায়।

দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা।

ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে আছেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে। পুলিশ ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছে মাঠে।

সোমবার (১৪ জুন) সকালে জেলা স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়। সহিংসতার চেষ্টা হলে প্রথমে লাঠি চার্জ, টিয়ারশেল এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে গুলি চালাতে পারবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন: