ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তুরিন আফরোজকে আদালতের শোকজ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০৪:২৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০৪:২৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার পৈত্রিক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-৫-এর বিচারক জি এম নাজমুছ মাহাদাৎ এ আদেশ দেন।

মঙ্গলবার তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না। আগামী ১০ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলেছেন আদালত।

জানা গেছে, ঢাকার উত্তরার বাড়িটি তার (তুরিন আফরোজ) দখলে রয়েছে। এই বাড়ির পাওনা দখলের অংশ তার ভাই ও মাকে বুঝিয়ে দিতে নির্দেশনা চেয়ে গত ৭ জুন একটা আবেদন আদালতে জমা দেওয়া হয়। পরে ৮ জুন আদালতে এ বিষয়ে শুনানি হয়। এরপর এ বিষয়ে আদেশের জন্য ১৩ জুন দিন ধার্য করেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: