
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে বাকি দুটি ব্লকে রিং পরানোর মতো শারীরিক অবস্থা নেই। আজ মঙ্গলবার বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
‘এখনো বেগম খালেদা জিয়ার পরিস্থিতি স্থিতিশীল হয়নি’ উল্লেখ করে ডা. মামুন জানান, বেগম জিয়া প্রতিদিনের অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. মামুন বলেন, ‘একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ড বিকেলে বৈঠক করবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তীতে কী করা হবে।’
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরদিন শনিবার সকালে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। পরে দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং বসানো হয়। এরপর আরও দুটি ব্লক ধরা পড়ে তাঁর।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: