ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা ইউপি সদস্যের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০১:০২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০১:০২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোঃ হানিফ গাজী (৫০) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাগ্নে মোঃ শামিম আহমেদ (৩০)। তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বশাক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তৃতীয় বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি একই এলাকার মৃত মোঃ রত্তন গাজীর ছেলে।

আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির জানান, পটুয়াখালী শহরের কলাতলা বাজার এলাকায় একটি বাসায় বসবাস করতেন হানিফ গাজী। সেখান থেকে আমখোলা ইউনিয়ন পরিষদে এসে কাজ-কর্ম করতেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে আমখোলা বাজারে এসেছিল। বেলা ৯টার দিকে সেখান থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পরবর্তিতে বেলা ১১টার দিকে মোবাইলে সংবাদ পাই যে, মোটরসাইকেল দূর্ঘটনায় হানিফ মারা গেছে।

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তানভির আহমেদ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, বেলা সোয়া ১০টার দিকে মোটরসাইকেলটি বসাক বাজার এলাকা অতিক্রম করছিল। এসময় রাস্তার একপাড় থেকে অপরপাড়ে একটি শিশু যাবার উপক্রম করলে সেই শিশুটিকে রক্ষা করতে গিয়ে হানিফ গাজীর মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্বজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মুখমন্ডলসহ গোটা মাথা থেতলে যায়। পরে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জমান জানান, রাস্তা পারাপারের সময় একটি শিশুকে বাচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে হানিফ গাজীর মৃত্যু হয়। হানিফ গাজীর লাশ বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। তার পরিবারের পক্ষ থেকে পোষ্টমর্টেম না করার জন্য আবেদন করা হয়েছে। আমরা খোজ খবর নিয়ে দেখতেছি।

তিনি আরো বলেন, মাথায় হেলমেট না থাকার কারণেই প্রচন্ড আঘাতের ফলে হানিফ গাজীর মৃত্যু হয়েছে। যদি হেলমেট পড়া থাকতো তাহলে হয়তো মাথার আঘাতে এক চোট নাও লাগতে পারতো।



আপনার মূল্যবান মতামত দিন: