ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লা সিটি নির্বাচনের মাধ্যমে নতুন ইসির পরীক্ষা বুধবার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ জুন ২০২২ ২০:০৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ২০:০৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটি হবে প্রথম নির্বাচন। এই নির্বাচনকে ইসি’র জন্য একটি পরীক্ষা বলা যায়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এজন্য এই ভোটটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে চায় ইসি। কিন্তু কুসিক নির্বাচন প্রভাবমুক্ত রাখতে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বললেও ক্ষমতাসীন দলের এই নেতা তাতে কান না দেওয়ায় দৃশ্যত অসহায়ত্ব প্রকাশ করে আলোচনায় রয়েছেন সিইসি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ আমলে না নিয়ে কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এখনও এলাকায় অবস্থান করছেন। এতে প্রশ্ন দেখা দিয়েছে যেখানে ১ এমপির সঙ্গে পারছেন না সিইসি, সেখানে ৩০০ জনকে পদে রেখে সুষ্ঠু নির্বাচন কীভাবে করবেন?

এদিকে, আইনবিধির কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে রবিবার সাংবাদিকদের প্রশ্নে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ সদস্যের জন্য ইসির অনুরোধই ‘যথেষ্ট’। এরপরও না মানলে এবং মামলার ফলাফল না পেলে করার কিছু থাকে না।

হাবিবুল আউয়াল বলেছেন, ইসির কিছু আইনগত ক্ষমতা আছে। কিছু ক্ষমতা আংশিক, কিছু ক্ষমতা পরিপূর্ণ। কোনো কোনো নির্বাচনে কারও কারও প্রার্থিতা বাতিল করতে পারে। কিন্তু কুমিল্লার বিষয়ে আচরণবিধিতে বলা রয়েছে-সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কারও এলাকায় অবস্থান করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারে অংশ নিতে পারবেন না।

কুমিল্লার সংসদ সদস্য অনেকটা তেমনটাই করেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা তাকে এখান থেকে চিঠি দিয়েছি। বলেছি- স্থান ত্যাগ করার জন্যে। উনি ত্যাগ করেননি। আমরা শুনেছি- উনি আদালতে মামলা করেছেন। কমিশনের অনুরোধই একজন সংসদ সদস্যের এলাকা ত্যাগ করার জন্যে যথেষ্ট বলে মত দেন সিইসি।

কুমিল্লা ৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য বাহার আইন ভেঙে দলীয় প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠলে তাকে সতর্ক করে নির্বাচন কমিশন। তাতে কাজ না হওয়ায় গত বুধবার তাকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় ইসি। কিন্তু প্রথম দফা সতর্কবার্তা পেয়েই হাইকোর্টে গিয়েছিলেন বাহার। তাকে নির্বাচনের প্রচারে সুযোগ না দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে আদালত থেকে রুলও পান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: