
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনায় নৌকা ডুবে বাবা ছেলেসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। রবিবার বিকালে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ৩ জন হলেন- সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে মাসুদ মিয়া (২৫)। তাদের বাড়ি করিমগঞ্জ উপজেলায়। এছাড়াও নিখোঁজ রয়েছেন ইটনা সদর ইউনিয়নের বেতেগা গ্রামের ওয়াসিম মিয়া (৩৫)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলা সদর থেকে ৪ জনের একটি ডুবুরী দল রওনা দিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে কারও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ আজকের মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু করা হবে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, নৌকাটিতে ৫ জন লোক ছিল, তাদের মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: