ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রোহিঙ্গাদের অস্ত্রসজ্জিত করতে হবে: ডা. জাফরুল্লাহ

আল আমিন | প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ০৫:১৩

আল আমিন
প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ০৫:১৩

ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে ফি‌লিস্তিনিরা যেমন যুদ্ধ করছে, তেমনি আমাদের রোহিঙ্গাদের অস্ত্রসজ্জিত করতে হবে, ট্রেনিং দিতে হবে। তারা যাতে তাদের আরাকানকে মুক্ত করতে পারে। তা না করে দুর্ভাগ্যবশত বাংলাদেশ ভারতের পাল্লায় পড়ে আমরা চীনকেও হারিয়েছি, রাশিয়াকেও হারিয়েছি।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সারা দেশে যে আওয়াজ উঠার কথা- তা উঠে নাই। এর জন্য দুর্ভাগ্যবশত রোহিঙ্গা সমস্যার জন্য আমাদের প্রধানমন্ত্রী দায়ী। কেননা উনি এদেরকে বললেন, ১৮ কোটি মানুষকে খাবার দিতে পারি তাহলে এই ১২ লাখকেও খাবার দিতে পারব। দিতে পারলেও, আগে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভারতের এই আধিপত্যবাদকে চিনতে শিখেন। কাশ্মীরকে সমর্থন দেন। কাশ্মীরের জনগণের মুক্তির জন্য সমর্থন দেন। ফিলিস্তিনের জন্য যা যা করা দরকার, তাদের একটা অ্যাম্বাসি (দূতাবাস) করলেই যথেষ্ট নয়, তাদেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করেন। আমরা আপনার সঙ্গে থাকব।’

মুসলিম বিশ্বের ঐক্যের জন্য পাকিস্তানকে দরকার বলে মনে ক‌রেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সেই অন্যায় থেকে তাদের রক্ষা করা সব মুসলামান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়।’

জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত ‘জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস: বিশ্ব মানবতার দায়বদ্ধতা’ শীর্ষক এ সভায় আরও উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ, কুদস গ্লোবাল উইক বাংলাদেশের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদসহ আরও অ‌নে‌কে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: