ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২৩:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২৩:৫৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : হজ করতে সৌদি আরবে গিয়ে জাহাঙ্গীর কবির নামের চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৯ বছর। পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

১১ জুন সৌদি আরবে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

চলতি হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর এল সৌদি আরব থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে ৭ হাজার ৫৭৩ জন ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এবং ফ্লাই নাসেরের তিনটি ফ্লাইট বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।



আপনার মূল্যবান মতামত দিন: