
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের ফেন্সি মার্কেটের তিন তলা থেকে এক দারোয়ানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে।
রোজার ঈদের পর গ্রামের বাড়ি থেকে আর ফেরার ইচ্ছা ছিল না ওই মার্কেটের দারোয়ান আলাউদ্দিন ভূঁইয়ার। স্ত্রীকে জানিয়েছিলেন মার্কেটে আর কাজ করতে চান না তিনি। তবে কোনো এক অদৃশ্য ফোন কলে বাধ্য হয়েই কাজে যোগ দেন আলাউদ্দিন।
শুক্রবার বারবার ফোন করেও পাওয়া যায়নি আলাউদ্দিনকে। পরে খুঁজতে এসে মার্কেটের তৃতীয় তলায় বাবার মরদেহ দেখতে পান ছেলে শরিফ।
তিনি বলেন, ‘সারাদিন ফোন দিয়েছিলাম। বাবা ফোন ধরছিলেন না। ভাবলাম কোনো সমস্যা হতে পারে। পরে এসে দেখি, এই অবস্থা। আর মার্কেটে হয়ত কোনো সমস্যা ছিল। বাবা শুধু এতটুকু বলেছিলেন যে এখানে আর কাজ করতে চাই না। এখানে একটা ঝামেলা চলছে।’
মার্কেটের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘মার্কেট পুরো ফাঁকা ছিল। কেচি গেট লাগানো ছিল। অথচ, কেচি গেটে কোনো তালা লাগানো ছিল না। পরে ভেতরে এসে টর্চ মেরে দেখি, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে সংস্থাটি।
এ ঘটনায় নিহতের ছেলে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: