ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যশোরে মাঙ্কিপক্স সন্দেহে ভারতফেরত রোগী হাসপাতালে ভর্তি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জুন ২০২২ ০২:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জুন ২০২২ ০২:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে আব্বাস আলী (৪২) নামে এক ভারতফেরত রোগীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) বেলা ১১টার দিকে আব্বাস বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মাঙ্কিপক্স সন্দেহে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দুপুর সাড়ে ১২টার দিকে আব্বাস আলীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকূপার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আব্বাস আলী পর্যটন ভিসায় ভারত গমন করেছিলেন। তিনি শুক্রবার বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, ভারতফেরত ওই রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। আমরা মেডিসিন চিকিৎসকদের কল করেছি। তারা এসে পরীক্ষা-নীরিক্ষা করে আরো কনফার্ম হবেন। তবে আমরা ধারণা করছি এটা সাধারণ পক্স অর্থাৎ চিকেন পক্স হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: