
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে শুক্রবার (১০ জুন) রাজধানীর বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতাদের শ্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভে সাধারণ জনতার উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
এসময় আলেমরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে এই সরকার মুসলমানদের সরকার। সংসদ অধিবেশন চলমান রয়েছে। চলমান সংসদে নিন্দা প্রকাশ করতে হবে। না হলে দেশে টানা আন্দোলন চলবে।
বায়তুল মোকাররমে সমাবেশে বিক্ষুব্ধ জনতা বলেন, বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক থাকতে পারবে না। যদিও ভারতীয় নাগরিক থাকে তাহলে এই সরকার থাকতে পারবে না। আগামীকাল থেকে এ দেশে যেখানে ভারতীয় নাগরিক থাকবে তাদের স্ব সম্মানে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য করা হবে।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর আঘাত করছে। যারা রাসূল (স) নিয়ে কটূক্তি করেছে তাদের ফাঁসি নিশ্চিত না হলে ঘরে ঘরে আন্দোলন শুরু হবে। লং মার্চ এরও ঘোষণা দেয়া হয়।
সমাবেশ পূর্বে ভিবিন্ন ধর্মীয় নেতারা বক্তব্যে বলেন, বাংলাদেশে ভারতীয় পণ্য রাষ্ট্ৰীয়ভাবে বয়কট করতে হবে। কারণ বিজেপি এখন বিশ্বেরন জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের পণ্য এ দেশে চলতে পারে না। রাসূলের অপমানকারীদের পণ্য এ দেশে থাকতে পারবে না। ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
ধৰ্মীয় নেতারা সমাবেশে বলেন, এ বিষয়টি দেশের সাথে সম্পর্ক বা কূটনৈতিক পক্ষ নয়। এটি মুসলমানদের অস্তিত্বের বিষয়।
আপনার মূল্যবান মতামত দিন: