
নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জনগণের প্রতিনিধিত্ব নয়। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।
মির্জা ফখরুল বলেন, আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। দিতে চাই না যে, কোন বাজেটের প্রতিক্রিয়া দেব? কার বাজেট? কারা এই বাজেট করছে?
বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর কল্যাণপুরে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাড়ি সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, তারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য। কী করে ভবিষ্যতে আরও লুট করবে, তার একটা হিসাব তৈরি করে।
এবার বাজেট দিয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব, উত্তর পাই না,’- বলেন তিনি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: