ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি সকালে এক রকম বিকালে আরেক রকম কথা বলে: হানিফ

আল আমিন | প্রকাশিত: ১০ জুন ২০২২ ০৩:৫৭

আল আমিন
প্রকাশিত: ১০ জুন ২০২২ ০৩:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নানান সময়ে নানান কথা বলে।তারা সকালে এক রকম বিকালে আরেক রকম কথা বলে। বলছে নির্বাচনে অংশ নেবে না, কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে ঠিকই অংশ নিচ্ছে।

এটা আসলে জনগণের সাথে প্রতারণা করার শামিল। বিভিন্ন কথা ও মিথ্যাচার করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতারক দল হিসেবে তারা চিহ্নিত হয়েছে।’

বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মী সভা শেষে সাংবাদিকদের মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কাজে কুমিল্লায় আসিনি, সাংগঠনিক কাজে এসেছি। কারণ আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন থানা, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আমরা সাংগঠনিক কাজ করতে পারছি না। তাই সিটির বাইরে কর্মীদের নিয়ে আলোচনা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: